Powered By Blogger

Saturday 16 December 2017

বিষাক্ত সমাজ

বিষাক্ত সমাজ
ভাসছে আগুন নিম্নচাপে,
খেলতে তবু ছাড়ছি না ।
ছড়িয়ে পরার আগের ভয়ে,
নিভে যাচ্ছে সান্ত্বনা ।

চারিদিকে মুখোশ বেশি,
শেকল ভাঙা খুব দুস্কর ।
একফোঁটা তাও চুঁয়ে পরে,
মাঝরাতের কোনায় অন্ধকার ।

দেখা হচ্ছে অসমাপ্ত,
দানা বাঁধছে যন্ত্রনা বুক ।
ফেরোত গেলেও রাখা থাকবে,
সেই পরিমাণের, সেই হুজুক ।

থামার চেষ্টা, বাঁচার চেষ্টা, সব যেন অকেজো ।
সমাজের কাছে আজীবন হেরে গিয়ে মাথা নত ।

Thursday 7 December 2017

একদিন আসবে...

একদিন আসবে...
মৃত্যু জমে কালো মাথার ভিড়ে,
কথার আদল বদলায়নি একদমই ।
দাঁড়িয়ে থাকা অসুখ নদীর তীরে,
পিছলে গেলেই বাড়বে হয়রানি…

আকাশ নামবে পোশাকি ঘুমের রাতে;
চোখের পাতায় জড়িয়ে কালো মেঘ ।
স্বপ্ন রাখা অদূরের ভবিষতে…
আলোরও সেদিন কমবে গতিবেগ ।

সামনে থেকে দেখতে সবই স্থির ।
পাক খাচ্ছে আসলে অনবরত…
রোদ্দুর মোড়া ছড়ানো ধূসর অতীত,
তোলা থাক এই দিনের আগে পর্যন্ত ।

Wednesday 29 November 2017

তোমার সাথেই ফিরবো

তোমার সাথেই ফিরবো 
ফিরবো নাহয় তোমার কাছেই...
রোমাঞ্চকর গল্প হয়ে
দেখুক আলো প্রতিবিম্ব,
পাল্টে ফেলার অভিপ্রায়ে

চওড়া ঘুমের দরজা ভেঙে,
তন্দ্রা কাতর মলিনতায়
গাছের তলায় তোমার বুকে,
সহজ কিছু কথা বলায়...
শব্দ বোনা কোনো স্রোতে,
সাজিয়ে রাখবো সমস্তটা
নরম রোদে তোমার পাড়ায়,
জমবে রঙিন দুটো মাথা...

ফিরবো শুধু তোমার সাথেই...
খুব অচেনা প্রেমের গানে
থাকবো লেগে তোমার কোথায়
চুম্বকের আকর্ষণে

Wednesday 22 November 2017

আজ এসো, কাল নয়

আজ এসো, কাল নয়
কি প্রশ্ন লেগে তোমার ঠোঁটের ওপাশে ?
কোন ছবি তুমি দেখতে চাইছো আকাশে,
ভীর বাস- হেরে যায় গুটি কত স্টপেজের কাছে

নতজানু হয়ে সময়ের অপেক্ষায় ।
তোমার নাম বদলে দিয়েছে ভালোবাসা,
প্রেম এখন অনুঘটকের ভূমিকায় ।

দরজায় লেগে আছে তোমার বাস্তববাদী চিন্তা ।
খোঁজ রাখতে বইয়ের তাকে জরো হয়েছে জানলা ।
এর মধ্যে, আজ এসো কাল নয় ।

রক্তের অক্ষরে জমাট বাঁধছে আঁঙ্গুল,
চেনা পথে করতেই পারো খুন ।
মারার আগে বুঝিয়ে দিয়ো কোনটা ঠিক, কোনটা ভুল

Friday 10 November 2017

চিঠি

চিঠি
তোমার গাছে ধরেছে রঙিন পাতা ।
আমার আগাগোড়া শীতের রাস্তা ।
বরফ জমে থাকে শিরায় উপশিরায় ।
তবে তুমি বেশ আছো অন্য ঠিকানায় ।

সন্ধে হলেই আমরা আগে পথ বানাতাম,
হারিয়ে যাওয়ার পথ । সাক্ষী ভাঙা বোতাম ।
আমাদের মেলামেশা ছিলো যতটা ধোঁয়াটে,
মতামত ততটাই ভিন্ন হতো, রোজকার কবিতাতে ।
সুরের সরু সুতোয় থাকতো আমাদের দৈনিক ওঠা বসা ।
তোমার বাড়ি থেকে আমার বাড়ি ছিলো বরাবরের নকশা ।

তাও আমরা আলাদা নই এখন, এই খোলা বারান্দায় ।
শুধু সন্ধেগুলোর খুব অভাব আজ, তারা আলোতেও পথ হারায় ।

Sunday 5 November 2017

অসমাপ্ত

অসমাপ্ত

শেষ বলে হয়না কিছু,
শুরুটাও হয়নি বোধহয় ।
পাতার পর পাতা খালি,
মিথ্যে সব কালির অপচয় ।

সব নামের কোণে একলা আমি ।
বিকেল চায়ের জাহাজ লালচে ।
সম্ভবত পাথর ভেজা,
স্মৃতির কোণে শীত গড়াচ্ছে ।

ধারাবাহিক সময় বয়ে আসে,
নদীর ধারে কেটে যায় বছর ।
ইচ্ছেগুলো ভাসিয়ে সেই জলে,
মন খোঁজে অন্য কোনো বন্দর ।

Tuesday 31 October 2017

আমার শহর

আমার শহর
সন্ধে যখন নামে শহরের বুকে,
সবাই তখন ভুগছে একই অসুখে
একেএকে সবাই ছাড়ছে বাড়ন্ত উঠোন,
কোলাহল ভেঙে হচ্ছে নিয়মিত খুন
এত আলোর পথ, নিভে গেছে খুব সহজে;
পুরোনো মন এখনো সেই সকালটাই খোঁজে
আমার শহর আজ মোড়া একাকিত্বের চাদরে,
কেউ নেই তার পাশেশুধু ঢেকেছে সে অনাদরে
যত অয়োজন আজ সব খনিকেই শেষ ।
শুধু প্রয়োজনেই হবে রাশি রাশি মানুষের রেশ ।
গতকালের আনন্দের কোনো দাম নেই আজ,
যেকজন দুঃখ নিয়েও পরে আছে, তারাই শহরের প্রকৃত বন্ধু বলে আমার আন্দাজ

Friday 20 October 2017

তরুণ মাথা

তরুণ মাথা
খানিকটা পথ আলগা সুতোয়,
কবির হিরিক ।
তরুণ মাথায় চৌরাস্তা;
একঘেয়ে লিরিক ।

আগের থেকে সময় এখন,
অনেক দ্রুত ।
বন্ধ ঘরে হাসছে কবি,
বোরিং ছন্দ ।

জোট পাকছে শীতের চুমুক,
বেয়াক্কেলে ।
জল গড়াচ্ছে ভাবনা থেকে,
চতুর্বুঝে ।

সুযোগ পেলেই প্রেমের পথে,
আসবো ফিরে ।
এখন নাহয় স্বপ্ন সাজাই,
সুখের তীরে ।