অসমাপ্ত
শেষ বলে হয়না কিছু,
শুরুটাও হয়নি বোধহয়
।
পাতার পর পাতা খালি,
মিথ্যে সব কালির অপচয়
।
সব নামের কোণে একলা আমি
।
বিকেল চায়ের জাহাজ লালচে
।
সম্ভবত পাথর ভেজা,
স্মৃতির কোণে শীত গড়াচ্ছে
।
ধারাবাহিক
সময় বয়ে আসে,
নদীর ধারে কেটে
যায় বছর
।
ইচ্ছেগুলো ভাসিয়ে সেই জলে,
মন খোঁজে অন্য কোনো বন্দর ।
No comments:
Post a Comment