Powered By Blogger

Friday, 20 October 2017

তরুণ মাথা

তরুণ মাথা
খানিকটা পথ আলগা সুতোয়,
কবির হিরিক ।
তরুণ মাথায় চৌরাস্তা;
একঘেয়ে লিরিক ।

আগের থেকে সময় এখন,
অনেক দ্রুত ।
বন্ধ ঘরে হাসছে কবি,
বোরিং ছন্দ ।

জোট পাকছে শীতের চুমুক,
বেয়াক্কেলে ।
জল গড়াচ্ছে ভাবনা থেকে,
চতুর্বুঝে ।

সুযোগ পেলেই প্রেমের পথে,
আসবো ফিরে ।
এখন নাহয় স্বপ্ন সাজাই,
সুখের তীরে ।

No comments:

Post a Comment