দুর্বলতা
ধারালো কিছু শব্দ বসিয়ে
আটকাছ...
এভাবে ফস্কে গেছে একটা আস্ত জনপদ...
আমিও তখন ভাবিনি ।
সারা রাত আলো জ্বেলে বসেছিলাম,
ভেবেছিলাম চিঠি আসবে,
মুহূর্ত বদলাবে ।
কিন্তু প্রহর কেটে গেছে,
একবার চোখ তাকিয়ে দেখো,
“শীত ছাড়তে বসেছে” ।
নিজের স্পেকট্রাম ছেড়ে বেড়াও,
আর বারবার নিয়ম ভাঙার
অভ্যেসটা কাটাও ।
দুঃখের স্ট্যাটাস টা বদলাও ।
নতুন চাঁদ উঠবে,
আগে পুরোনো চাঁদকে তো মারো ।
No comments:
Post a Comment