Powered By Blogger

Monday, 21 May 2018

একটা বিকেলের ভাবনা

একটা বিকেলের ভাবনা
This photo  may be subjected to copyright.
আলতো বিকেল থেকে সন্ধে নামার তারাহুরো ।
কেটে যাওয়া ঘুড়ি শঙ্খের সুরের ছন্দে ভেসে যাচ্ছে দূরে কোথাও ।
অন্যদিকে, বাড়ির ছাদের এক কোণে জমে আছে বহু বছরের সেওলা ।
চোখে ঝাপসা চশমা নিয়েই আঁকি এই বিকেলের ছবি ।
দেখি; কত লোক চাপা পরে গেছে এরকম কোনো বিকেলের অভাবে,
বুকে পাখিদের কিচিমিচি লাগে না তাদের ।
তারা সেই সেওলাতেই আটকে বসে আছে 
সিঁড়ি বেয়ে ওঠা নামা করে পারদের মত ট্রেন ।
সেই লোকেদের কথা ভাবলে কষ্ট হয় দারুন ।

এ বিকেল আরও কিছু দিতে পারতো, আরও কিছু ঘটাতে পারতো 
মেঘেদের ভিড়ে । 
সময়ের অভাবে সব স্বপ্ন চুবিয়ে রাখি আমার অলস ছাদের বিমর্ষতায়,
এভাবেই বদলে যায় একটার পর একটা বিকেলের ভাবনা ।

No comments:

Post a Comment