Powered By Blogger

Saturday, 31 December 2016

বছর শেষের গান



বছর শেষের গান
বছর শেষে নতুন প্রস্তুতি
সংখ্যা ছেড়ে গুঁড়ো গুঁড়ো অতীত
রাত পেরোলে আবার নতুন শুরু
এবার বাড়ুক এগিয়ে চলার গতি

জোর করে সব সম্পর্ক রাখা
ফুরিয়ে যাক এক নিমেষে
নতুন সকাল, নতুন চোখে
দেখতে হবে বেজায় হেঁসে

মেঘলা চাদরে শহর আজ ঢাকা
হাওয়ায় নতুন বছরের গান
খুব শীতে জড়োসড়ো মেরে বসে আছি
করি নতুন বছরকে আহ্বান


No comments:

Post a Comment