Powered By Blogger

Thursday, 7 December 2017

একদিন আসবে...

একদিন আসবে...
মৃত্যু জমে কালো মাথার ভিড়ে,
কথার আদল বদলায়নি একদমই ।
দাঁড়িয়ে থাকা অসুখ নদীর তীরে,
পিছলে গেলেই বাড়বে হয়রানি…

আকাশ নামবে পোশাকি ঘুমের রাতে;
চোখের পাতায় জড়িয়ে কালো মেঘ ।
স্বপ্ন রাখা অদূরের ভবিষতে…
আলোরও সেদিন কমবে গতিবেগ ।

সামনে থেকে দেখতে সবই স্থির ।
পাক খাচ্ছে আসলে অনবরত…
রোদ্দুর মোড়া ছড়ানো ধূসর অতীত,
তোলা থাক এই দিনের আগে পর্যন্ত ।

No comments:

Post a Comment