মর্মন্ত্তদ সময়
আমি
আঙ্গুল চুবিয়ে ঘাসে,হতাশা ছড়াই বারো মাস ।
আমার থাকা না থাকায়
বৃষ্টি দেয় আশ্বাস ।
বিনোদনের সমস্ত রঙ ব্যর্থ,
আমি ঢেকেছি নিজেকে কালো চাদরে ।
পায়ের তলার মাটি গলে গেছে
স্মৃতি কত পরে আছে অনাদরে ।
চারিদিক শূন্য ওঠেনা ঝড়,
ধ্বংস হয়েছে সব কিছু । সমস্ত ।
এই অবস্থায় আমার শরীর,
নিজেকে ঘরে রাখতেই অভ্যস্ত ।
এই বিলুপ্ত চেহেরায় যতদূর দেখা যায় ক্ষীণ আলো,
কাউকে একবারো বলবো না, এসো আমার ঘরে প্রদীপ জ্বালো ।
No comments:
Post a Comment