Powered By Blogger

Wednesday 22 November 2017

আজ এসো, কাল নয়

আজ এসো, কাল নয়
কি প্রশ্ন লেগে তোমার ঠোঁটের ওপাশে ?
কোন ছবি তুমি দেখতে চাইছো আকাশে,
ভীর বাস- হেরে যায় গুটি কত স্টপেজের কাছে

নতজানু হয়ে সময়ের অপেক্ষায় ।
তোমার নাম বদলে দিয়েছে ভালোবাসা,
প্রেম এখন অনুঘটকের ভূমিকায় ।

দরজায় লেগে আছে তোমার বাস্তববাদী চিন্তা ।
খোঁজ রাখতে বইয়ের তাকে জরো হয়েছে জানলা ।
এর মধ্যে, আজ এসো কাল নয় ।

রক্তের অক্ষরে জমাট বাঁধছে আঁঙ্গুল,
চেনা পথে করতেই পারো খুন ।
মারার আগে বুঝিয়ে দিয়ো কোনটা ঠিক, কোনটা ভুল

No comments:

Post a Comment