Powered By Blogger

Saturday 16 December 2017

বিষাক্ত সমাজ

বিষাক্ত সমাজ
ভাসছে আগুন নিম্নচাপে,
খেলতে তবু ছাড়ছি না ।
ছড়িয়ে পরার আগের ভয়ে,
নিভে যাচ্ছে সান্ত্বনা ।

চারিদিকে মুখোশ বেশি,
শেকল ভাঙা খুব দুস্কর ।
একফোঁটা তাও চুঁয়ে পরে,
মাঝরাতের কোনায় অন্ধকার ।

দেখা হচ্ছে অসমাপ্ত,
দানা বাঁধছে যন্ত্রনা বুক ।
ফেরোত গেলেও রাখা থাকবে,
সেই পরিমাণের, সেই হুজুক ।

থামার চেষ্টা, বাঁচার চেষ্টা, সব যেন অকেজো ।
সমাজের কাছে আজীবন হেরে গিয়ে মাথা নত ।

No comments:

Post a Comment