Powered By Blogger

Monday 26 March 2018

তোমার অপেক্ষায় আজও...

তোমার অপেক্ষায় আজও...
যায়নি কোথাও, আছি এখানেই ।
এই তল্লাটে সুযোগ পেলে এসো ।
সময়টা সাজিয়ে রেখো হাতে,
মাথা নামিয়ে দেখো চোখ দুটো ।

জোর করবো না একদমই,
সব তোমার হাতে ছেড়ে দিলাম ।
তুমি না আসলে দেখা হবে না আর ।
ক্ষতি নেই তাতে, নাহয় সামলে নিলাম ।

যদি আসো বেশি দেরি করো না ।
আমার ঝঞ্ঝাট বেড়েই চলেছে ।
গোটা শহরে তোমরা দেখো বৃষ্টি ।
আমার চোখে তারাই আজ জল জমিয়েছে ।

নদীর পারে, দাগ কেটে যায় একলা নাবিক শ্রেণি ।।
নদীর জলেই পাথর ছুরি, তোমার আসার দিন গুনি ।।

No comments:

Post a Comment