তোমার সাথেই ফিরবো
ফিরবো নাহয় তোমার কাছেই...
রোমাঞ্চকর গল্প হয়ে ।
দেখুক আলো প্রতিবিম্ব,
পাল্টে ফেলার অভিপ্রায়ে ।
চওড়া ঘুমের দরজা ভেঙে,
তন্দ্রা কাতর মলিনতায় ।
গাছের তলায় তোমার বুকে,
সহজ কিছু কথা বলায়...
শব্দ বোনা কোনো স্রোতে,
সাজিয়ে রাখবো সমস্তটা ।
নরম রোদে তোমার পাড়ায়,
জমবে রঙিন দুটো মাথা...
ফিরবো শুধু তোমার সাথেই...
খুব অচেনা প্রেমের গানে ।
থাকবো লেগে তোমার কোথায়
চুম্বকের আকর্ষণে ।
No comments:
Post a Comment