Powered By Blogger

Wednesday, 29 November 2017

তোমার সাথেই ফিরবো

তোমার সাথেই ফিরবো 
ফিরবো নাহয় তোমার কাছেই...
রোমাঞ্চকর গল্প হয়ে
দেখুক আলো প্রতিবিম্ব,
পাল্টে ফেলার অভিপ্রায়ে

চওড়া ঘুমের দরজা ভেঙে,
তন্দ্রা কাতর মলিনতায়
গাছের তলায় তোমার বুকে,
সহজ কিছু কথা বলায়...
শব্দ বোনা কোনো স্রোতে,
সাজিয়ে রাখবো সমস্তটা
নরম রোদে তোমার পাড়ায়,
জমবে রঙিন দুটো মাথা...

ফিরবো শুধু তোমার সাথেই...
খুব অচেনা প্রেমের গানে
থাকবো লেগে তোমার কোথায়
চুম্বকের আকর্ষণে

No comments:

Post a Comment