অসময়ের বেঁচে থাকা
তারপরই বৃষ্টি আসে,
ধুয়ে যায় সমস্ত কান্না ।
বিকৃত মুখ, এমনি তাকায়,
কে চেয়ে ছিল এই ছকে ফেলা যৌবন ?
সবই যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ।
আমরা অপ্রেমিক,
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই
এই বরফ আঙ্গুল বিকল হয়ে পরে ।
আবার একটা বিষন্ন লেখা, দেওয়ালে ফোটে ।
আর সেই হরফে অনেক আগে চিঠি লেখা হত ।
আমাদের রাস্তা পার হওয়া, চোখ দিয়ে,
মন যে কবেই ছেড়ে চলে গেছে ।
আর আক্ষেপ না করে ডুবে থাকি পরিসরে ।
বুঝি কি সুন্দর বেঁচে আছে এই গোটা বিশ্ব,
মন-মুখ-মগজ-বুদ্ধি ছাড়াই ।
No comments:
Post a Comment