চিঠি
তোমার
গাছে ধরেছে রঙিন পাতা ।
আমার
আগাগোড়া শীতের রাস্তা ।
বরফ
জমে থাকে শিরায় উপশিরায় ।
তবে
তুমি বেশ আছো অন্য ঠিকানায় ।
সন্ধে
হলেই আমরা আগে পথ বানাতাম,
হারিয়ে
যাওয়ার পথ । সাক্ষী ভাঙা বোতাম ।
আমাদের
মেলামেশা ছিলো যতটা ধোঁয়াটে,
মতামত
ততটাই ভিন্ন হতো, রোজকার কবিতাতে ।
সুরের
সরু সুতোয় থাকতো আমাদের দৈনিক ওঠা বসা ।
তোমার
বাড়ি থেকে আমার বাড়ি ছিলো বরাবরের নকশা ।
তাও
আমরা আলাদা নই এখন, এই খোলা বারান্দায় ।
শুধু সন্ধেগুলোর খুব অভাব আজ, তারা আলোতেও পথ হারায়
।
No comments:
Post a Comment