Powered By Blogger

Monday 28 November 2016

খিদে

খিদে
খিদে পায় সকালে
খিদে লাগে রাতে,
একটু ভাবলে, আমরা এখনও অভুক্ত
আঘাতে আঘাতে
চিহ্ন নিশ্চিহ্ন,
হানা দেয় মন কার্নিশে 
অন্ধ পথিক ধাক্কা খায়
হার মানে দু মুঠো জোটাতে
গলী থকে গলী  ঘুড়ে দেখো
                                এখনও ধর্ম মেটাতে পারেনি ক্ষুদা                                
যুদ্ধে ঝরেছে রক্ত বারবার
মার খাওয়াটাই চির কালের প্রথা
এখনও খিদের আগুনে পুড়ছি আমরা
কেউ মেটাতে পারবে না জ্বালা
ছবি অনেক কালের
শুধু প্রতিশ্রুতির জায়গায় অবহেলা
https://tifwe.org/wp-content/uploads/2012/08/Hands-of-the-Poor.jpg

No comments:

Post a Comment