আড্ডা
নতুন রঙে সেজে ওঠা
বন্ধু মুখর সন্ধে বেলায়
আড্ডার সাথে কত কথা ।
জমে থাকে সময় তখন
পাথর ঘোষে এক আনন্দে
ফেরোত যেতে চায়না মন
থাকতে চায় এই সুগন্ধে ।
কত
স্মৃতি কাছে এসে যায়
নস্টালজিয়া বাড়ে কমে
সেই চাহিদায় অবহেলায়
পুরোনো বন্ধুত্ম জমে ।
রাগ, অভিমান, আক্রস
সব ফুরিয়ে যায় নিমেষে
আড্ডা এরম আরও হোক না
সময়ের সাথে পা মিলিয়ে ।
No comments:
Post a Comment