Powered By Blogger

Sunday, 27 November 2016

অপেক্ষা



অপেক্ষা
অপেক্ষায় বৃষ্টি নামে                                         
অপেক্ষায় পিছলে যায় ধৈর্য,
চোখ চলে যায় দূর দেশে
মন পেতে চায় অল্প আধটু সাহায্য ।

রাত কত এখনও দাঁড়িয়ে দরজায়
অন্য মেজাজে হাঁটছে আজ অনুভূতি
আবার নতুন কিছুর আড়ালে দুটো হাত
ঝঞ্জাট থেকে পালিয়ে বাঁচে প্রতিশ্রুতি ।

যত যোগ বিয়োগ অঙ্কতেই সম্ভব
বাস্তবে হারিয়ে গেছে মানচিত্র
এত কেন অপেক্ষা আছে বাকি ?
সহজ কথায় জেগে আছে বিরক্ত

No comments:

Post a Comment