সুযোগ
সব সুযোগ
যথাযথ কাজে
লাগিয়ে,
নেমেছি রাস্তায়
ধূলোর পোষাকে
।
পরীক্ষার
শেষ হয়েছে
এখন
শুধু আলসেমি
আমেজে ।
এবেলায় নানা
রঙের পথ
ডানা
ছাড়াই, বন্ধু
ওড়াচ্ছে পালক
খানিকটা রাস্তা আমিও সামিল
স্বপ্নের সাথে কত রকম ঝলক ।
খানিকটা রাস্তা আমিও সামিল
স্বপ্নের সাথে কত রকম ঝলক ।
কাঁধে নিয়ে
ফিরি বাড়ি
ঈশ্বর নেমে আসে রাস্তার মোড়ে
আমি গোল গোল ঘুরে বেড়াই
ভেসে যাই সময়ের তোরে ।
ঈশ্বর নেমে আসে রাস্তার মোড়ে
আমি গোল গোল ঘুরে বেড়াই
ভেসে যাই সময়ের তোরে ।
No comments:
Post a Comment