ছুঁয়ে থাকা ভুলে
ভাঙছো যখন, আবার ভাঙো আমায়,
রোজ ভাঙো ।
কোনো বাঁধা নেই, কোনো আপত্তি
নেই ।
পাথর
ছুঁড়ে মারো, হাতুড়ি পেটাও ইস্পাতে
তবু হার মানবো না জেনে রেখো ।
বরং
দূর থেকে আরও কাছে চলে যাবো,
যেখানে তোমার
সমস্ত নিশ্বাস একত্রিত হয়ে থাকে ।
No comments:
Post a Comment