লেখার কাছে ঋণ
এইসব লেখালিখি সব ভুল,
সময় নষ্ট ।
আমি বুঝে গেছি
অনেক অনেক জন্ম আগেই ।
তবু শীতের বারান্দায়,
কাঁধে রোদ পড়লেই
লেখা হয়ে যায় অযথা ।
কিপ্যাডে আর ব্যাকস্পেসে
নিজেকে বেঁধে ফেলা
আর ক্রমশ গতি হারানো ।
স্মৃতির উনুনে নিজেকে বারবার পোড়ানো ।
এতো আক্ষেপ যত ভাবি,
নিজেকে ক্ষতি থেকে দূরে রাখবো, তবু পা জড়িয়ে,
কেলিয়ে পড়ি কোনো বিচিত্র ক্ষতস্থানে ।
এইসব লেখালিখি সব ভুল,
সময় নষ্ট ।
আমি বুঝে গেছি
অনেক অনেক জন্ম আগেই ।
তবু শীতের বারান্দায়,
কাঁধে রোদ পড়লেই
লেখা হয়ে যায় অযথা ।
কিপ্যাডে আর ব্যাকস্পেসে
নিজেকে বেঁধে ফেলা
আর ক্রমশ গতি হারানো ।
স্মৃতির উনুনে নিজেকে বারবার পোড়ানো ।
এতো আক্ষেপ যত ভাবি,
নিজেকে ক্ষতি থেকে দূরে রাখবো, তবু পা জড়িয়ে,
কেলিয়ে পড়ি কোনো বিচিত্র ক্ষতস্থানে ।
I don't know you in private. But I feel that you have something extraordinary in your creations. Carry on
ReplyDeletethanks for your response..
Delete