পরাধীন
শব্দ
পুড়ে যাওয়া জাহাজ ভাসছে
সমুদ্রে
ঢেউগুলো ধুয়ে দিচ্ছে
সকাল
জীবনটাকে চিনতে পারা কঠিন
এই স্রোতে নিজের মতোই
নাজেহাল
চেনা শুধু অচেনা পাড়ায়
মন খারাপ নামছে প্রতি সময়
এত কিসের দৌড়, পৃথিবীর
উঠোন জুড়ে পরাধীন শব্দ
জ্বলে যায় সিগারেট
তবু নেশা লাগছে না
স্মৃতিগুলো আমায় পাচ্ছে
না
নিজেকে ভাঙছি রোজই প্রায়
যত ভাবে শেষ হওয়া যায়
আমার প্রাসাদ দেওয়াল
কাঁপছে
এত কিসের ভয় আমাদের
No comments:
Post a Comment