Powered By Blogger

Sunday, 17 February 2019

পরাধীন শব্দ

পরাধীন শব্দ

পুড়ে যাওয়া জাহাজ ভাসছে
সমুদ্রে
ঢেউগুলো ধুয়ে দিচ্ছে
সকাল
জীবনটাকে চিনতে পারা কঠিন
এই স্রোতে নিজের মতোই নাজেহাল
চেনা শুধু অচেনা পাড়ায়
মন খারাপ নামছে প্রতি সময়

এত কিসের দৌড়, পৃথিবীর
উঠোন জুড়ে পরাধীন শব্দ

জ্বলে যায় সিগারেট
তবু নেশা লাগছে না
স্মৃতিগুলো আমায় পাচ্ছে না
নিজেকে ভাঙছি রোজই প্রায়
যত ভাবে শেষ হওয়া যায়
আমার প্রাসাদ দেওয়াল কাঁপছে

এত কিসের ভয় আমাদের
দুচোখ ভরে পরাধীন শব্দ

WATCH-
https://youtu.be/sLJhSpxF3Zc

No comments:

Post a Comment