আমি
আসার সময়
তোমার
ঘুম ভাঙিয়ে দেবে,
দরজার
দু-তিনটে টোকা ।
তুমি
চোখ খুলে ভাববে…
তারপর
সমস্ত রাস্তা, ফ্লাইওভার, সেতু
নামিয়ে
রেখে, দরজার কাছে আসবে ।
আমার
নিশ্বাস শুনেই চিনতে পারবে আমাকে ।
সেই
পরিচিত ক্ষতগুলো ঢেকে নেবে ফের ।
এক
নিমেষে দরজা খুলে,
সহজেই
মুছিয়ে দেবে,
আমার
গায়ে লাগা শত জন্মের অন্ধকার ।
আমিও
নানান জনপদ হাতে,
দেব
তোমায় সাজানো গল্পের ভান্ডার ।
আর
এভাবেই গল্প যত ভাগ করে নেবো আদ্র ছাদের নিচে ।
হয়তো
ফেরার দিনে আবার মেঘের গন্ধ মেখে,
ফিরে
যাবো ওয়াই আকৃতির সমতলে ।
তুমি
বৃষ্টি হয়ে পথ আটকাবে, আর বলবে,
"আজ
থাক" ।।।।
No comments:
Post a Comment