পরাধীন স্বপ্ন
এই রাস্তা, এই বিন্দু বিন্দু হাওয়া
জমাট বাঁধছে নদী-নালা,
মহাসাগর...
জমাট বাঁধছে রক্ত,
ফ্লাইওভার, সন্ধের তারা,
রাজনীতি, রোজকার বাড়ি ফেরার তাগিদ,
পরিচিত-অপরিচিত শত শত মুখ...
জমাট বাঁধছে নিকোটিন,
জমাট বাঁধছে প্রাক্তন, মোমবাতি মিছিল
গেরস্থের রাশি রাশি আবেগ,
না ঘটা প্রচুর ঘটনাবলী...
এত কিছু মাথা পেতে মেনে নিয়েও,
একটা ছেলে ইচ্ছের পেরেক রাঙাচ্ছে লালে-নীলে
উন্নত এই সমাজ সবকটা পেরেক, তুলে ধরছে তাঁর কফিনের
দেওয়ালে...
No comments:
Post a Comment