Powered By Blogger

Sunday 23 December 2018

একদিন দেখা হবে


একদিন দেখা হবে
 
চলো কল্পনায় দেখা করি একদিন...
কোনো নির্জন পাড় ভাঙা পুকুরের ধরে ।
সূর্যাস্তের পড়ন্ত রোদে থাক, দুটো মাথা,
অস্থির দুটো মন মিলে যাক অনির্দিষ্ট সীমারেখায় ।
কেউ হয়তো পাশেই বসে রুপোর মাছ ধরছে
চারিদিকে জৌলুস ছড়িয়ে পরছে...
আমরা যেন সব দেখতে পেয়েও না দেখার ভান-
করে আছি, খালি আমরা একে অন্যকে নিয়ে ব্যাস্ত ।

চলো, ঠিক এমন কোনো নির্জনতায়,
আমরা আমাদের গল্প পেতে বসি...
অকারণে অনেক সময় খরচ হয়েছে ।
হেঁটে পেরোনো যায়নি যে সব…
উঁচু নিচু পাহাড়, সেগুলোই আজ আমাদের আলোচনা হোক ।

Sunday 2 December 2018

অবহেলার কোলাজ

অবহেলার কোলাজ
তবু ঘুর পথই ভালো,
যদি অন্ধকারে রাখো ।
আর তোমার লুকোনো পাতায়,
আমাকে ভাঙার সূত্র বানাও ।
….
চোখ আর চশমার দূরত্বে আমরা,
মেলে না এমন সমীকরণ ।
ভেসে থাকা উচিত নয়…
তাই ভুল ভাঙলেই অদূরের পথে-
কথা রেখে, হারানোর শোক পালন ।
 ....
তবু ঘুর পথই ভালো,
যদি তোমার অজুহাত ধরি ।
আর, মেঘবালিশ ভেবেছি যেটাকে,
তা বৃষ্টি নামিয়েছি বরাবরই ।
….
এমনটা হবে জানলে দিব্যি হতো,
মাথা নিচু করে সময়ে পেরোনো…
আর বহু মানুষের ঘেরাটোপে,
নিজের বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে,
মুখ বুজে ঢেকে গেছি ক্ষত ।

Thursday 22 November 2018

পরিণত


পরিণত
এখনও তুমি পারদ বোঝো,
কাব্য জমাও শুকনো ডালে ।
বারুদ মনে বিপ্লব খোঁজো,
মুখ ফেরাও অন্তমিলে ।।

আমি শুধুই নিয়ম ভাঙি,
চশমা জুড়ে নিকোটিন গুঁড়ো ।
দূরের রাজ্যের কবিতা আনি,
টাঙিয়ে রাখি পাহাড় চূড়োয় ।।

থাক আজকে সস্তা জোয়ার,
নদীর জলে যাচ্ছি ভেসে ।
তোমার কথা বেশ গোছানো,
অন্য কাউকে ভালোবেসে ।

এখনও ফেরার দিনে চাইলে, ইতস্ততঃ দুটো মন ।।
কিছুটা বাড়তি অভিযোগে যেন মনখারাপের বিজ্ঞাপন ।।

Thursday 1 November 2018

আছি আমি

আছি আমি

আছি আমি কোলাহলে,
দেখি জাহাজ ভেসে যায় ।
সময়ের গায়ে জমছে ধুলো,
নিরপেক্ষ যেই দাঁড়ায় ।

আমি যাই,
খুঁজে পাই,
ঢেকে যাওয়া ঘূর্ণি ঝড়ে ।
আমার গাছের,
সব সবুজ,
এমনি এমনি গুমরে মরে ।

এই অন্ধকার রাস্তা অচেনা,
জানতে চাইছি সমাধান ।
এত অভিমত ভাসছে স্রোতে,
তবু কিসের পিছুটান ।

আমি যাই,
সামলাই,
কুয়াশা চারিদিকে ।
আমার ডানায়,
সব রঙ,
আস্তে আস্তে খুব ফিকে ।

Tuesday 30 October 2018

আক্ষেপ



আক্ষেপ

8|
এক একটা পর্যায়,
তার মুখ বদলায় ।
বদলায় তার চেতনার গাঢ় শৈলী 
তার মন কতটা বদলায় ?
তা নিয়ে গবেষণারত বহু অপরিচিত নাম,
কিছু পাওয়ার চেষ্টায় অবিরত লড়ে যায়,
রোদ-সূর্যের-বৃষ্টিতে ।
বহু লোক ভেবে নিয়েছে,
সে বেশ্যা...
কিছু লোক ভাবছে,
সে দেবতা । 
আমাদের বরাবর ভেবে নেওয়াই অভ্যেস ।
অন্ধকারে ঢিল ছোঁড়ে অলস সিদ্ধান্তে পা ।
প্রকৃত ঘটনা থেকে দূরে হেঁটে, শুধু আক্ষেপ পরে আছে দেখো,
এই পৃথিবীতে...
শুধুই আক্ষেপ
হ্যাঁ,
তাকে আমি আক্ষেপ বলেই ভাবি...