পরিণত
এখনও
তুমি পারদ বোঝো,
কাব্য
জমাও শুকনো ডালে ।
বারুদ
মনে বিপ্লব খোঁজো,
মুখ
ফেরাও অন্তমিলে ।।
আমি
শুধুই নিয়ম ভাঙি,
চশমা
জুড়ে নিকোটিন গুঁড়ো ।
দূরের
রাজ্যের কবিতা আনি,
টাঙিয়ে
রাখি পাহাড় চূড়োয় ।।
থাক
আজকে সস্তা জোয়ার,
নদীর
জলে যাচ্ছি ভেসে ।
তোমার
কথা বেশ গোছানো,
অন্য
কাউকে ভালোবেসে ।
এখনও
ফেরার দিনে চাইলে, ইতস্ততঃ দুটো মন ।।
কিছুটা
বাড়তি অভিযোগে যেন মনখারাপের বিজ্ঞাপন ।।
No comments:
Post a Comment