আক্ষেপ
8|
এক একটা পর্যায়,
তার মুখ বদলায় ।
বদলায় তার চেতনার গাঢ় শৈলী । তার মন কতটা বদলায় ?
তা নিয়ে গবেষণারত বহু অপরিচিত নাম,
কিছু পাওয়ার চেষ্টায় অবিরত লড়ে যায়,
রোদ-সূর্যের-বৃষ্টিতে ।
বহু লোক ভেবে নিয়েছে,
সে বেশ্যা...
কিছু লোক ভাবছে,
সে দেবতা ।
আমাদের বরাবর ভেবে নেওয়াই অভ্যেস ।
অন্ধকারে ঢিল ছোঁড়ে অলস সিদ্ধান্তে
পা ।
প্রকৃত ঘটনা থেকে দূরে হেঁটে, শুধু আক্ষেপ পরে আছে দেখো,এই পৃথিবীতে...
শুধুই আক্ষেপ ।
হ্যাঁ,
তাকে আমি আক্ষেপ বলেই ভাবি...
No comments:
Post a Comment