অবহেলার কোলাজ
তবু
ঘুর পথই ভালো,
যদি
অন্ধকারে রাখো ।
আর
তোমার লুকোনো পাতায়,
আমাকে
ভাঙার সূত্র বানাও ।
….
চোখ
আর চশমার দূরত্বে আমরা,
মেলে
না এমন সমীকরণ ।
ভেসে
থাকা উচিত নয়…
তাই
ভুল ভাঙলেই অদূরের পথে-
কথা
রেখে, হারানোর শোক পালন ।
....
তবু
ঘুর পথই ভালো,
যদি
তোমার অজুহাত ধরি ।
আর,
মেঘবালিশ ভেবেছি যেটাকে,
তা
বৃষ্টি নামিয়েছি বরাবরই ।
….
এমনটা
হবে জানলে দিব্যি হতো,
মাথা
নিচু করে সময়ে পেরোনো…
আর
বহু মানুষের ঘেরাটোপে,
নিজের
বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে,
মুখ বুজে ঢেকে গেছি ক্ষত ।
Greetings from the UK. Blessings. Love love, Andrew.
ReplyDeletethanks a lot, i hope language is not a barrier... :)
Delete