একদিন
দেখা হবে
চলো
কল্পনায় দেখা করি একদিন...
কোনো
নির্জন পাড় ভাঙা পুকুরের ধরে ।
সূর্যাস্তের
পড়ন্ত রোদে থাক, দুটো মাথা,
অস্থির
দুটো মন মিলে যাক অনির্দিষ্ট সীমারেখায় ।
কেউ
হয়তো পাশেই বসে রুপোর মাছ ধরছে
চারিদিকে
জৌলুস ছড়িয়ে পরছে...
আমরা
যেন সব দেখতে পেয়েও না দেখার ভান-
করে
আছি, খালি আমরা একে অন্যকে নিয়ে ব্যাস্ত ।
চলো, ঠিক এমন কোনো নির্জনতায়,
আমরা
আমাদের গল্প পেতে বসি...
অকারণে
অনেক সময় খরচ হয়েছে ।
হেঁটে
পেরোনো যায়নি যে সব…
উঁচু
নিচু পাহাড়, সেগুলোই আজ আমাদের আলোচনা হোক ।
No comments:
Post a Comment