Powered By Blogger

Tuesday, 28 March 2017

ওরা অজানাই থাক



ওরা অজানাই থাক
ওদের বেঁচে থাকা ভয় দেখায়
স্বপ্নগুলো গুলি করে ।
 ওরা অসহায়, ভীতু
তাই তাড়া খায় প্রতিক্ষণে ।
ওদের দিকে কেউ তাকায় না
ওরাই শুনেছি কম দামী
মানুষ নামটাও ওদের নয়,
কিছু মানুষের কারসাজি ।
ওদের নিয়ে কেউ ভাবে না;
জীবনটাই সাদা কালো ।
ওরাই হয়তো কোনো একদিন,
তুলে ধরবে জাতির আলো ।
 
এই আসাতেই কলম তুলে লিখে ফেলি যেমন তেমন;
ভাবতেও কাঁপে মন, ওরাই যেন ছুঁচের মত খোঁচা মারে সারাক্ষণ

No comments:

Post a Comment