Powered By Blogger

Tuesday, 21 March 2017

আমার কাছে

আমার কাছে

আমার মিথ্যে লাগে সবকিছু,
আমার প্রাচীন লাগে ইতিহাস 
আমার সভ্য বলতে দলছুট;
বাক্য থেকে বিন্যাস । 

আমার মাথায় জমে প্রেমিকা ,
আমার বাড়িতে নীলচে দেওয়াল;
আমার বেরঙিন কিছু প্রশ্ন ,
কে ধরবে তার হাল ? 

আমার চোখে একটা বন্দর,
আমার ফালতু লাগে প্রেম ;
আমার বন্দী বলতে বসন্ত ,
সঙ্গে কবিদের ফ্রেম । 

এই সমাজ আমার চেনা 
কয়েক পয়সা দিয়ে কেনা ;
আমার যুক্তিবাদী কটা আঙ্গুল,
কেউ এসে বলুক না সব মিথ্যে ছিল, সব ভুল ।

No comments:

Post a Comment