বসন্তের রঙে ভালোবাসা
বসন্তের আলো নীলচে সন্ধেবেলায় রঙের মিছিল হাজির গোটা পাড়ায় ।
শব্দের স্রোত এদিকে-সেদিকে ছেটানো,
প্রেমের আঙ্গুল কফির কাপে জড়ানো ।
একটা রাস্তা শুয়ে আছে একা
আবার শহরটাকে নতুন করে দেখা ।
ভালোবাসা চুমুক দিয়ে ঠোঁটে
প্রেমের রঙ স্পষ্ট লেগে গালে ।
চশমা দিয়ে যেটুকু সমাজ আসে
তোমার ছবি আমার ক্যানভাসে ।
অনুভূতি মিলিয়ে মিশিয়ে চলি
তোমার সুরে আমার কথা বলি ।
তোমাকেই ভালোবাসি ।
No comments:
Post a Comment