কিছু শব্দ মাত্র
আর একটু একটু করে নিশ্বাসে জড়াচ্ছো তুমি,
চুমুক দিয়ে ঢোক গিলছো মৃত্যু ।
দেখা করলে হাতে এক তোরা গোলাপ;
কথা বললে আবার জমে আলাপ ।
লাট খেতে খেতে অন্য শহরে শরীর,
সব অভিধানে একই রকমের ভুল ।
তোমার ডাক এলে ফেরানো যায়না;
তাই তোমার ডাক শুনতে পেয়েও সাড়া দিইনা ।
তোমার হাতে বিস্ফারিত ক্ষত,
বাস্তব তোমার ছবি আঁকে কাগজে ।
আমি তোমার ছবির মতই রঙীন,
আর তুমি এখন সার্বজনীন ।
No comments:
Post a Comment