Powered By Blogger

Tuesday 28 March 2017

ওরা অজানাই থাক



ওরা অজানাই থাক
ওদের বেঁচে থাকা ভয় দেখায়
স্বপ্নগুলো গুলি করে ।
 ওরা অসহায়, ভীতু
তাই তাড়া খায় প্রতিক্ষণে ।
ওদের দিকে কেউ তাকায় না
ওরাই শুনেছি কম দামী
মানুষ নামটাও ওদের নয়,
কিছু মানুষের কারসাজি ।
ওদের নিয়ে কেউ ভাবে না;
জীবনটাই সাদা কালো ।
ওরাই হয়তো কোনো একদিন,
তুলে ধরবে জাতির আলো ।
 
এই আসাতেই কলম তুলে লিখে ফেলি যেমন তেমন;
ভাবতেও কাঁপে মন, ওরাই যেন ছুঁচের মত খোঁচা মারে সারাক্ষণ

Tuesday 21 March 2017

আমার কাছে

আমার কাছে

আমার মিথ্যে লাগে সবকিছু,
আমার প্রাচীন লাগে ইতিহাস 
আমার সভ্য বলতে দলছুট;
বাক্য থেকে বিন্যাস । 

আমার মাথায় জমে প্রেমিকা ,
আমার বাড়িতে নীলচে দেওয়াল;
আমার বেরঙিন কিছু প্রশ্ন ,
কে ধরবে তার হাল ? 

আমার চোখে একটা বন্দর,
আমার ফালতু লাগে প্রেম ;
আমার বন্দী বলতে বসন্ত ,
সঙ্গে কবিদের ফ্রেম । 

এই সমাজ আমার চেনা 
কয়েক পয়সা দিয়ে কেনা ;
আমার যুক্তিবাদী কটা আঙ্গুল,
কেউ এসে বলুক না সব মিথ্যে ছিল, সব ভুল ।

Friday 17 March 2017

কিছু শব্দ মাত্র ২

কিছু শব্দ মাত্র

আর একটু একটু করে নিশ্বাসে জড়াচ্ছো তুমি,
চুমুক দিয়ে ঢোক গিলছো মৃত্যু
দেখা করলে হাতে এক তোরা গোলাপ;
কথা বললে আবার জমে আলাপ ।

লাট খেতে খেতে অন্য শহরে শরীর,
সব অভিধানে একই রকমের ভুল ।
তোমার ডাক এলে ফেরানো যায়না;
তাই তোমার ডাক শুনতে পেয়েও সাড়া দিইনা ।

তোমার হাতে বিস্ফারিত ক্ষত,
বাস্তব তোমার ছবি আঁকে কাগজে ।
আমি তোমার ছবির মতই রঙীন,
আর তুমি এখন সার্বজনীন ।

Saturday 11 March 2017

বসন্তের রঙে ভালোবাসা



বসন্তের রঙে ভালোবাসা
বসন্তের আলো নীলচে সন্ধেবেলায়
রঙের মিছিল হাজির গোটা পাড়ায় ।
শব্দের স্রোত এদিকে-সেদিকে ছেটানো,
প্রেমের আঙ্গুল কফির কাপে জড়ানো ।

একটা রাস্তা শুয়ে আছে একা
আবার শহরটাকে নতুন করে দেখা ।
ভালোবাসা চুমুক দিয়ে ঠোঁটে
প্রেমের রঙ স্পষ্ট লেগে গালে ।

চশমা দিয়ে যেটুকু সমাজ আসে
তোমার ছবি আমার ক্যানভাসে ।
অনুভূতি মিলিয়ে মিশিয়ে চলি
তোমার সুরে আমার কথা বলি ।


তোমাকেই ভালোবাসি ।