দেহরক্ষী
দেহরক্ষী দেহ রেখেছে
নির্জনতায়,
কেন্দ্রে
ফিরেছে রাজা ।
নিরাপত্তাহীন বছর কেটে যায়,
এই ভাবেই, আলাপ ছাড়া ।
খুনের আশঙ্কা বাড়ে,
লাশকাটা ঘরে জমাট বাঁধে রক্ত,
নতুন খোঁজ চলে অহর্নিশ
যদি কেউ আসে উনমুক্ত ।
অন্য চেহেরায় কারা টহল দেয়,
এই বিপদ ভরা নগরে ।
ঘুম আসে না,
খিদে আসে না,
শুধু দেহরক্ষী খোঁজে এক নজরে ।
An imaginary city has been portrayed where the inhabitants are lacking security rights. In this state of mind, the crime increases speedily as a result. The King is powerless in this fearful state.
I have somewhere got similarities with our world where crimes are also spreading by.
N.B - This writing is free from any political colors
No comments:
Post a Comment