আলোতে ভয়
যে কটা দরজা খোলা আছে,
তার সব কটার মধ্যে থেকেই আলোর বিন্দু ছিটকে এসে
গিলছে আমায় ।
আমার পাড়ায় অঝথা আক্রমন,
ঢুকে পরেছে মৃত্যু, চারিদিক সুনসান ।
অনেক রাত নিজের শিরায় আতসকাঁচ চেপে রেখেছি,
রোদ্দুরে আগুন লেগেছে,
ফলাফল সিমাহীন কষ্ট ।
অর্ধ খোলা চোখে সকাল চাইলে;
শাষানি আসে ।
আমার বাড়ির দরজা ভেঙে ঢুকে পরে অজস্র আলোর বিন্দুগুলো ।
আলোতে চোখ ঝলসে যায় ।
আলোতে ভয়ে ধরে যায় ।
আর দিন চাইনা আমরা,
বরঙ রাতের অন্ধকারে অন্ধ চোখ নিয়ে সামলাই;
পদক্ষেপ মেপে আয়ু বারানোর চেষ্টা করি ।
তার সব কটার মধ্যে থেকেই আলোর বিন্দু ছিটকে এসে
গিলছে আমায় ।
আমার পাড়ায় অঝথা আক্রমন,
ঢুকে পরেছে মৃত্যু, চারিদিক সুনসান ।
অনেক রাত নিজের শিরায় আতসকাঁচ চেপে রেখেছি,
রোদ্দুরে আগুন লেগেছে,
ফলাফল সিমাহীন কষ্ট ।
অর্ধ খোলা চোখে সকাল চাইলে;
শাষানি আসে ।
আমার বাড়ির দরজা ভেঙে ঢুকে পরে অজস্র আলোর বিন্দুগুলো ।
আলোতে চোখ ঝলসে যায় ।
আলোতে ভয়ে ধরে যায় ।
আর দিন চাইনা আমরা,
বরঙ রাতের অন্ধকারে অন্ধ চোখ নিয়ে সামলাই;
পদক্ষেপ মেপে আয়ু বারানোর চেষ্টা করি ।
No comments:
Post a Comment