Powered By Blogger

Friday, 13 January 2017

আলোতে ভয়


আলোতে ভয়

যে কটা দরজা খোলা আছে, 
তার সব কটার মধ্যে থেকেই আলোর বিন্দু ছিটকে এসে
গিলছে আমায়
আমার পাড়ায় অঝথা আক্রমন,
ঢুকে পরেছে মৃত্যু, চারিদিক সুনসান
অনেক রাত নিজের শিরায় আতসকাঁচ চেপে রেখেছি,
রোদ্দুরে আগুন লেগেছে,
ফলাফল সিমাহীন কষ্ট
অর্ধ খোলা চোখে সকাল চাইলে;
শাষানি আসে
আমার বাড়ির দরজা ভেঙে ঢুকে পরে অজস্র আলোর বিন্দুগুলো
আলোতে চোখ ঝলসে যায়
আলোতে ভয়ে ধরে যায়
আর দিন চাইনা আমরা, 
বরঙ রাতের অন্ধকারে অন্ধ চোখ নিয়ে সামলাই; 
পদক্ষেপ মেপে আয়ু বারানোর চেষ্টা করি

No comments:

Post a Comment