Powered By Blogger

Wednesday, 1 February 2017

সরস্বতী পূজোর ইতিকথা

সরস্বতী পূজোর ইতিকথা
সকাল জুড়ে হলুদ শাড়ির রেশ
সানগ্লাসেতে নাম করা সুন্দরী 
শুরুর পথে দাম পায়না শেষ 
সব অভিযোগ মেপে চলে ঘড়ি ।

 বষন্তের আদলে শহর ঘেরা
 মেতে উঠেছে বীণাপানি বন্দনা 
তোমার পোষাকে তুমি লাগছো সেরা
না, আজকে আর তোমায় ভাববোনা ।

 বরঙ আজ খুশির আমেজ থাক
 সমান্তরাল বাড়ুক রক্তচাপ 
দেবী বন্দনায় দিনটা কেটে যাক 
রাস্তা-ঘাটে বাড়ুক উষ্ণতা ।

No comments:

Post a Comment