Powered By Blogger

Sunday, 1 January 2017

আমাদের নিয়ে কিছু লেখা



আমাদের নিয়ে কিছু লেখা
নুইয়ে আছে মন ছাদের এক কোণে
কথা চলে সাধারন, গোপনে গোপনে
ভাঁজ খায় ইচ্ছে, রঙ চায় ধূসর
রেলিঙে দেখা যায় তোমার অবসর
আমার জানলার শেষ তোমার জানলায়
ভেসে যাই কাটা ঘুরীর মত সিমানায়
অনুভূতি আগেও হয়েছে চশমার কাঁচে
বিলেতি আদপ কায়দায় আমরা অনেক পিছিয়ে

পরে থাকা বিকেল, তোমায় কুড়িয়ে নিয়ে এগোই
ঝড়ে যাবে পাতা, তবু তোমায় নিয়েই লিখবই

No comments:

Post a Comment