আমাদের নিয়ে কিছু লেখা
নুইয়ে আছে মন ছাদের এক কোণে
কথা চলে সাধারন, গোপনে গোপনে ।
ভাঁজ খায় ইচ্ছে, রঙ চায় ধূসর
রেলিঙে দেখা যায় তোমার অবসর ।
আমার জানলার শেষ তোমার জানলায়
ভেসে যাই কাটা ঘুরীর মত সিমানায় ।
এ অনুভূতি আগেও হয়েছে চশমার কাঁচে
বিলেতি আদপ কায়দায় আমরা অনেক পিছিয়ে ।
পরে থাকা বিকেল, তোমায় কুড়িয়ে নিয়ে এগোই
ঝড়ে যাবে পাতা, তবু তোমায় নিয়েই লিখবই ।
No comments:
Post a Comment