আবার একটু রঙ খোঁজে
আমার শত ভিরেও দাঁড়িয়ে থাকে দেওয়াল,
আমার বিকেল রোদে গিলছে সোনা,
এখনও
ছাপা হয়, আগেও হত
এ পারায় আগে কেউ ঢোকেনি অচেনা ।
আমার মৃত্যুর পরে ছুটছে চিঠি,
খবর আসে জানলা দিয়েই
অপেক্ষা আর
বিরক্তিতে
শত্রু এখন অনেক বেশি ।
গাল থেকে সব চশমা ঝোলে,
উঁচু ডালে জড়িয়ে আছে কবিতা-
আবার একটু
রঙ খোঁজে মন,
আবার একটা সন্ধেবেলা ।
No comments:
Post a Comment