Powered By Blogger

Tuesday, 13 December 2016

আবার একটু রঙ খোঁজে



আবার একটু রঙ খোঁজে
আমার শত ভিরেও দাঁড়িয়ে থাকে দেওয়াল,
আমার বিকেল রোদে গিলছে সোনা,
এখনও ছাপা হয়, আগেও হত
এ পারায় আগে কেউ ঢোকেনি অচেনা ।
আমার মৃত্যুর পরে ছুটছে চিঠি,
খবর আসে জানলা দিয়েই
অপেক্ষা আর বিরক্তিতে
শত্রু এখন অনেক বেশি ।
গাল থেকে সব চশমা ঝোলে,
উঁচু ডালে জড়িয়ে আছে কবিতা-
আবার একটু রঙ খোঁজে মন,
আবার একটা সন্ধেবেলা ।

No comments:

Post a Comment