Powered By Blogger

Tuesday, 27 December 2016

প্রেম নেমেছে সন্ধেবেলায়



প্রেম নেমেছে সন্ধেবেলায়
প্রেম নেমেছে সন্ধেবেলায়, রাস্তাতেই
সারা শহর নেশায় আজ টইটুম্বুর
দূরের বৃষ্টি দাঁড়িয়ে আছে দূরবিনে
এরমভাবে ভেসে আসছে নতুন সুর ।
দিকেদিকে জন্মাচ্ছে অনুভূতি
এখনও কোনো চিঠির ডগায় কফির কাপ
মনের কোণে ঝাপসা হচ্ছে মোমবাতি
নতুন গন্ধে জেগে যাচ্ছে উষ্নতা ।
প্রলেপ মাখা আস্তরনে অ্যানটেনা
ভালোবাসা কুড়িয়ে নিয়ে উড়তে চল
হোক না শীত, হোক না গরম কে আটকায় ? 
তুই ছাড়া ব্যাপারটাই অবিচল ।

No comments:

Post a Comment