প্রেম নেমেছে সন্ধেবেলায়
প্রেম নেমেছে
সন্ধেবেলায়, রাস্তাতেই
সারা শহর নেশায় আজ
টইটুম্বুর
দূরের বৃষ্টি
দাঁড়িয়ে আছে দূরবিনে
এরমভাবে ভেসে আসছে
নতুন সুর ।
দিকেদিকে জন্মাচ্ছে
অনুভূতি
এখনও কোনো চিঠির
ডগায় কফির কাপ
মনের কোণে ঝাপসা
হচ্ছে মোমবাতি
নতুন গন্ধে জেগে
যাচ্ছে উষ্নতা ।
প্রলেপ মাখা
আস্তরনে অ্যানটেনা
ভালোবাসা কুড়িয়ে
নিয়ে উড়তে চল
হোক
না শীত, হোক না গরম কে আটকায় ?
তুই ছাড়া ব্যাপারটাই অবিচল ।
No comments:
Post a Comment