খিদে
খিদে পায় সকালে
খিদে লাগে
রাতে,
একটু
ভাবলে, আমরা
এখনও অভুক্ত
আঘাতে আঘাতে
।
চিহ্ন নিশ্চিহ্ন,
হানা
দেয় মন
কার্নিশে
অন্ধ
পথিক ধাক্কা খায়
হার মানে
দু মুঠো
জোটাতে ।
এ গলী
থকে ও
গলী
ঘুড়ে দেখো
এখনও
ধর্ম মেটাতে
পারেনি ক্ষুদা
যুদ্ধে
ঝরেছে রক্ত বারবার
মার খাওয়াটাই
চির কালের
প্রথা ।
এখনও খিদের
আগুনে পুড়ছি
আমরা
কেউ
মেটাতে পারবে
না এ জ্বালা
এ ছবি
অনেক কালের
শুধু
প্রতিশ্রুতির জায়গায়
অবহেলা ।