ব্যর্থ প্রেম
শহরের
ভিড়ে
দুটো
মুখ,
ক্রমশ
মিলিয়ে
যায়
।
আবার
একটা
গল্পে,
তারা
নিরুপায়
।
থেকে
যায়
মাটি
কামড়ে,
এই
নামবিহীন
উপতক্যায়
।
প্রথম
তাদের
আলাপ,
সস্তার
রেস্তোরাঁয়
।
ছিল
দুটো
চোখের
নজর,
পলকে
ছিল
পাহারা
।
খুব
কাছাকাছি
তাদের
ঘর,
কিন্তু
বাড়িগুলো
আলাদা
।
পরিধিতে
ছিল
কাঁপুনি,
ঘড়ির
কাঁটার
অবাধ্যতা
।
চলে
গেছে
আজ
সে
স্টেশন,
ছিঁড়ে
দিয়ে
সব
দায়বদ্ধতা
।
সবের
উপরে
শব,
মন্ত্রবলে
ভেঙে
যাওয়া
সেতু
।
হাওয়া
বয়ে
আনে
খবর,
এ মেরু থেকে ও মেরু,
সেই
প্রেম
আর
জীবিত
নেই
।
No comments:
Post a Comment