Powered By Blogger

Sunday, 10 April 2022

ব্যর্থ প্রেম

ব্যর্থ প্রেম

শহরের ভিড়ে দুটো মুখ,

ক্রমশ মিলিয়ে যায়

আবার একটা গল্পে,

তারা নিরুপায়

 

থেকে যায় মাটি কামড়ে,

এই নামবিহীন উপতক্যায়

প্রথম তাদের আলাপ,

সস্তার রেস্তোরাঁয়

 

ছিল দুটো চোখের নজর,

পলকে ছিল পাহারা

খুব কাছাকাছি তাদের ঘর,

কিন্তু বাড়িগুলো আলাদা

 

পরিধিতে ছিল কাঁপুনি,

ঘড়ির কাঁটার অবাধ্যতা

চলে গেছে আজ সে স্টেশন,

ছিঁড়ে দিয়ে সব দায়বদ্ধতা

 

সবের উপরে শব,

মন্ত্রবলে ভেঙে যাওয়া সেতু

হাওয়া বয়ে আনে খবর,

মেরু থেকে মেরু,

সেই প্রেম আর জীবিত নেই

No comments:

Post a Comment