সিগারেট বিহীন সমস্ত রাত - ১১
নিজের বাইরে বেরিয়ে বসি কিছুক্ষন,
এই ধ্বংস্তূপ দেখি সিগারেট হাতে ।
বুঝতে পারি কি ভয়ংকর এ খাঁচা,
আহত হয়েও বাঁচার লড়াইয়ে সামিল ।
খুব দরকার এই পাঁজরে পাঁজরে মেঘ
পুষে, অনর্গল নিজের বিরুদ্ধে চলা ?
কখন নেব বিরতি, কোথায় থামবে চাকা-
কে বলে দেবে ?
এ এক অদ্ভুত ভাঙন
যে হাত দিয়ে আগে অজস্র অন্তমিল বেরোত,
আজ সে হাত কবিতা পোড়ায় ।
সিগারেট বিহীন সমস্ত রাত - ১২
চলবে না তাই,
এই দূরের ঘরে ফেরা ।
যেমন অযত্নে রেখেছিলে,
গরমের ছুটির ভেতর
তেমনই রেখো আজীবন ।
তোমার নিশ্বাস একত্রিত
আমার ঘুমের ট্যাবলেটে,
আমি রোজ শুনি,
তোমার প্রাণহীন যাতায়াত ।
প্রবল আগ্রহে দেখেছি একসময়,
এখন দেখলেই প্রবল আক্ষেপ ।
বারবার এক প্রশ্নে ঠেলে
দেয় এই বিক্ষিপ্ত জীবন,
"এত মায়া রেখে চলে যেতে পারব তো ?"
No comments:
Post a Comment