জীবন্ত মৃত দেহ
…"যারা সব পেয়েও উদ্দেশ্যহীন গন্তব্যে"
শুন্য এক বুকের ভেতর,
যত্নে রাখা ছদ্মনাম ।
সময় বোঝায় গুরুত্বটা,
ওজন তখন পাহাড় সমান ।
হালকা হাওয়ায় দুলছে শরীর,
তুলছে ছবি স্মৃতির ভাঁজে ।
যোগাযোগ সব বিচ্ছিন্ন থাক,
চোখের আলাপ চোখেই সাজে ।
তুলনা হারায় প্রাচীন হরফ,
লিখছে আঙ্গুল জুড়ছে ক্ষত ।
হোচট খাওয়া তারিখ জানে,
আমরা সবাই মৃত দেহ ।
No comments:
Post a Comment