Powered By Blogger

Sunday, 22 May 2022

বেকারত্ব বনাম ভালোবাসা

বেকারত্ব বনাম ভালোবাসা

আবারও নজর কারলো প্রতিষ্টিত

চকচকে গাল বুটের পালিশে ধার

জোরালো শব্দে যার অনুমতি বসাও

সেও হয়তো চিরকালই বেকার

 

স্পর্ধা তার জমছে ঠোঁটে চুমু

অনেক ছুটেও অনেক খানি দূরে

মেয়েটারও আজ বাড়ছে বয়স ভীষণ

বাড়ির চাহিদা সরকারি চাকুরে

 

ছেলেটার আজ ঠেকছে আকাশে মাথা

প্রেমের তাগিদ সারা শহরে ছোটায়

কোনো রকমে একটা কিছু পেলে

দু চোখে একটু ভারসাম্য যোগায়

 

কপাল মন্দ জুটলো না তার কিছুই

অপ্রকাশিত প্রেম এখন অন্যের ঘরে

ছেলেটার আজ শ্বেত পাথরের বুক

ফ্যানের থাকে নিথর শরীর ঝোলে

 

আরও একবার পরাজিত ভালোবাসা

সমীকরণ যত সংখ্যাই টিকিয়ে রাখে

আমরা এখনও প্রেমেই ঝোঁকাই মাথা

অবুঝ মন অবচেতনার বাঁকে

Sunday, 17 April 2022

জীবন্ত মৃত দেহ

জীবন্ত মৃত দেহ

…"যারা সব পেয়েও উদ্দেশ্যহীন গন্তব্যে"

 

শুন্য এক বুকের ভেতর,

যত্নে রাখা ছদ্মনাম ।

সময় বোঝায় গুরুত্বটা,

ওজন তখন পাহাড় সমান ।

 

হালকা হাওয়ায় দুলছে শরীর,

তুলছে ছবি স্মৃতির ভাঁজে ।

যোগাযোগ সব বিচ্ছিন্ন থাক,

চোখের আলাপ চোখেই সাজে ।

 

তুলনা হারায় প্রাচীন হরফ,

লিখছে আঙ্গুল জুড়ছে ক্ষত ।

হোচট খাওয়া তারিখ জানে,

আমরা সবাই মৃত দেহ ।

Sunday, 10 April 2022

ব্যর্থ প্রেম

ব্যর্থ প্রেম

শহরের ভিড়ে দুটো মুখ,

ক্রমশ মিলিয়ে যায়

আবার একটা গল্পে,

তারা নিরুপায়

 

থেকে যায় মাটি কামড়ে,

এই নামবিহীন উপতক্যায়

প্রথম তাদের আলাপ,

সস্তার রেস্তোরাঁয়

 

ছিল দুটো চোখের নজর,

পলকে ছিল পাহারা

খুব কাছাকাছি তাদের ঘর,

কিন্তু বাড়িগুলো আলাদা

 

পরিধিতে ছিল কাঁপুনি,

ঘড়ির কাঁটার অবাধ্যতা

চলে গেছে আজ সে স্টেশন,

ছিঁড়ে দিয়ে সব দায়বদ্ধতা

 

সবের উপরে শব,

মন্ত্রবলে ভেঙে যাওয়া সেতু

হাওয়া বয়ে আনে খবর,

মেরু থেকে মেরু,

সেই প্রেম আর জীবিত নেই

Sunday, 20 March 2022

সিগারেট বিহীন সমস্ত রাত


 


সিগারেট বিহীন সমস্ত রাত - ১১

নিজের বাইরে বেরিয়ে বসি কিছুক্ষন, 
এই ধ্বংস্তূপ দেখি সিগারেট হাতে ।
বুঝতে পারি কি ভয়ংকর এ খাঁচা,
আহত হয়েও বাঁচার লড়াইয়ে সামিল ।

খুব দরকার এই পাঁজরে পাঁজরে মেঘ

পুষে, অনর্গল নিজের বিরুদ্ধে চলা ?

কখন নেব বিরতি, কোথায় থামবে চাকা-

কে বলে দেবে ? 

এ এক অদ্ভুত ভাঙন 

যে হাত দিয়ে আগে অজস্র অন্তমিল বেরোত,

আজ সে হাত কবিতা পোড়ায় ।

 

সিগারেট বিহীন সমস্ত রাত - ১২

চলবে না তাই,

এই দূরের ঘরে ফেরা ।

যেমন অযত্নে রেখেছিলে,

গরমের ছুটির ভেতর

তেমনই রেখো আজীবন ।

তোমার নিশ্বাস একত্রিত

আমার ঘুমের ট্যাবলেটে,

আমি রোজ শুনি,

তোমার প্রাণহীন যাতায়াত ।

প্রবল আগ্রহে দেখেছি একসময়,

এখন দেখলেই প্রবল আক্ষেপ ।

বারবার এক প্রশ্নে ঠেলে

দেয় এই বিক্ষিপ্ত জীবন,

"এত মায়া রেখে চলে যেতে পারব তো ?"