বিফলতা
কখনও আঙ্গুল জড়িয়ে কাটানো শীতকাল
পাঁজর ভাঙা বুকে ঢেউ অফুরন্ত
প্রত্যেকটা বাঁক কাটিয়ে প্রশ্ন আসে তীরে
এখনও কি আসে শীতের পরে বসন্ত ?
মৌসুমী বায়ু কতটাই বা পারলো ছুঁতে হৃদয়
কিরকম একটা বিষাদ দেওয়াল চোখের সামনে ভাসে
পেরিয়ে যাই ঋতু, কমে আসে ছড়ানো রোদ্দুর
আমারতো সব রংই ফুরিয়েছে মনের ক্যানভাসে
যা আছে অল্প আয়ু, জড়ানো মলাটে
আর একটা সাজানো অন্ধকারের ঠিকানা
মরশুম থেকে মরশুম, পাল্টায় পরিচিত মুখ
এগোলেই গায়ে এসে পরে গত শতাব্দীর আবর্জনা
No comments:
Post a Comment