Powered By Blogger

Saturday, 6 April 2019

সাসপেন্ডেড ফিফ্থ


সাসপেন্ডেড ফিফ্থ
একশো তেইশটা প্রগ্রেশানে তোমার যাতায়াত দেখলাম,
আর তোমার আমার দূরত্ব বুঝতে এই আলাপচারিতা ।
এত পাশাপাশি থেকেও যে এত দূর,
এত আলোকবর্ষ কন্সেপ্টের ফারাক,
তা আন্দাজ করতে পারিনি ।
তবু, আমার এই ভাঙা সূর্য একত্রিত করে,
গুছিয়ে দিই তোমাকে ।
তোমাকে বোঝাতে,
সব আলো মন খারাপ কাটায় না ।
আর সব অন্ধকার দুঃখ দেয়না ।
নিজের বাইরে বেরোলেই, নিজের জীবন সার্থক ।
আর ভাবনার চিরস্রোতে নিজের মুখ ডুবিয়ে,
রাখলে সময় কাটবে না ।

No comments:

Post a Comment