Powered By Blogger

Wednesday, 20 February 2019

লেখার কাছে ঋণ

লেখার কাছে ঋণ

এইসব লেখালিখি সব ভুল,
সময় নষ্ট ।
আমি বুঝে গেছি
অনেক অনেক জন্ম আগেই ।

তবু শীতের বারান্দায়,
কাঁধে রোদ পড়লেই
লেখা হয়ে যায় অযথা ।
কিপ্যাডে আর ব্যাকস্পেসে
নিজেকে বেঁধে ফেলা
আর ক্রমশ গতি হারানো ।
স্মৃতির উনুনে নিজেকে বারবার পোড়ানো ।

এতো আক্ষেপ যত ভাবি,
নিজেকে ক্ষতি থেকে দূরে রাখবো, তবু পা জড়িয়ে,
কেলিয়ে পড়ি কোনো বিচিত্র ক্ষতস্থানে ।

Sunday, 17 February 2019

পরাধীন শব্দ

পরাধীন শব্দ

পুড়ে যাওয়া জাহাজ ভাসছে
সমুদ্রে
ঢেউগুলো ধুয়ে দিচ্ছে
সকাল
জীবনটাকে চিনতে পারা কঠিন
এই স্রোতে নিজের মতোই নাজেহাল
চেনা শুধু অচেনা পাড়ায়
মন খারাপ নামছে প্রতি সময়

এত কিসের দৌড়, পৃথিবীর
উঠোন জুড়ে পরাধীন শব্দ

জ্বলে যায় সিগারেট
তবু নেশা লাগছে না
স্মৃতিগুলো আমায় পাচ্ছে না
নিজেকে ভাঙছি রোজই প্রায়
যত ভাবে শেষ হওয়া যায়
আমার প্রাসাদ দেওয়াল কাঁপছে

এত কিসের ভয় আমাদের
দুচোখ ভরে পরাধীন শব্দ

WATCH-
https://youtu.be/sLJhSpxF3Zc

Thursday, 7 February 2019

আমি আসার সময়


আমি আসার সময়


তোমার ঘুম ভাঙিয়ে দেবে,
দরজার দু-তিনটে টোকা ।
তুমি চোখ খুলে ভাববে…
তারপর সমস্ত রাস্তা, ফ্লাইওভার, সেতু
নামিয়ে রেখে, দরজার কাছে আসবে ।
আমার নিশ্বাস শুনেই চিনতে পারবে আমাকে ।
সেই পরিচিত ক্ষতগুলো ঢেকে নেবে ফের ।
এক নিমেষে দরজা খুলে,
সহজেই মুছিয়ে দেবে,
আমার গায়ে লাগা শত জন্মের অন্ধকার ।
আমিও নানান জনপদ হাতে,
দেব তোমায় সাজানো গল্পের ভান্ডার ।
আর এভাবেই গল্প যত ভাগ করে নেবো আদ্র ছাদের নিচে ।

হয়তো ফেরার দিনে আবার মেঘের গন্ধ মেখে,
ফিরে যাবো ওয়াই আকৃতির সমতলে ।
তুমি বৃষ্টি হয়ে পথ আটকাবে, আর বলবে,
"আজ থাক" ।।।।