Powered By Blogger

Wednesday 3 October 2018

মনের দু-চার কথা

মনের দু-চার কথা
ক্লান্ত বিকেল তোমার দিকে চোখ
রাস্তা পেরোয়, থমকে যায় গতি
মেঘ করলে যে কথা তুমি বলো
সবেতেই আমার দারুন সম্মতি

তোমার আছে শহুরে ফুলের বাগান
রোদের মতো আছড়ে পরে থাকি
শব্দ বুনে তোমার কাছে ফেরা
সূত্রে বাধো, ডাকনামেই ফাঁকি

কি আর করি, তোমার মতোই ভাবি
গড়িয়ে চলি নাম না জানা পাহাড়
তোমার হাতেই লিখেছি সমস্তটা
চুক্তি ছাড়াই আমি শুধু তোমার

No comments:

Post a Comment