Powered By Blogger

Friday, 19 October 2018

পরিবর্তনশীল বেঁচে থাকা

পরিবর্তনশীল বেঁচে থাকা
যখন থেমে যায় সব, অভিজ্ঞতার বাষ্পে ঢেকে যায় সকাল, খুব মন খারাপ ডানা বাঁধে । 
ফেরার রাস্তা ডাকে, ধুলো জমা রুটিন ফের নারাঘাটা শুরু । 
আসলে আমাদের হাঁটা এই সমস্ত ক্লান্ত দিনগুলো খুবই আপেক্ষিক । 
নিস্তেজ পরে থাকি আর উষ্ণতা চুমুক দিয়ে বছর-বছর করে শতাব্দী পেরিয়ে যায় ।   
প্রতিবারই ভেঙে, টুকরো টুকরো হয়ে যায় মন ।
এরকমভাবেই বয়স বাড়ে, রক্ত চাপ বাড়ে, শরীরে অনেক বাড়তি অভিযোগ জমে । মর্চে ধরে পাঁজর, নিশ্বাসও শুকিয়ে যায় । যন্ত্র হাতে আর যন্ত্রনায় কাতরায় না যান্ত্রিক শরীর । সেই এক মুহূর্তের উচ্ছাস আর নতুন কোন দৃষ্টান্ত আনতে পারবে না । এরকম এগোতে এগোতে মনটা পাথরের হয়ে যায় । 
আর এই ক্রমাগত ছোট ছোট ক্ষত আর নতুন কোনো বিষন্নতা আনতে পারে না ।

No comments:

Post a Comment