ভেবে দেখো
নামুক
একটু ঝড়,
ডাকাডাকির
ফাঁকে ।
ইতস্তত
কেন ?
ভালোবেসেছ
যাকে...
অল্প
মোমের গোড়ায়,
একটা
নদী পোড়ে ।
তিন
স্তবকে বেঁধে,
দু
হাত জাপটে ধরে ।
যদি
উড়তে চায় তাও;
কবিতার
রাত ফেলে...
ভুল
করেছ তুমি ।
এ কেমন ভালোবাসলে ?
No comments:
Post a Comment